আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বাংলাদেশ ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন করেছেন । কমিটিতে সাদ্দাম হোসাইন সভাপতি হিসেবে ও শেখ ওয়ালিদ আসিফ ইনান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা’ র ওপর অর্পিত ক্ষমতা বলে আগামী দুই বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি অনুমোদন দেন। মঙ্গলবার রাতে সভাপতির পক্ষে কমিটি ঘোষণা করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মাজহারুল কবির শয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি এবং তানভীর হাসান সৈকত কে সাধারন সম্পাদক মনোনীত করা হয়েছে।এছাড়াও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক সাগর আহমেদ এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের রাজীবুল ইসলাম সভাপতি ও সজল কুন্ড সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।
গত ৬ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে গত ২ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের সম্মেলন এবং এর পরদিন ৩ ডিসেম্বর অপরাজেয় বাংলার পাদদেশে অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন।
সুত্র বাসস