সম্প্রতি আইসিসি প্রকাশিত ব্যাটারদের র্যাঙ্কিংয়ে লিটন দাস উঠে এসেছেন ১১ নম্বরে। যা যে কোনো বাংলাদেশী ব্যাটসম্যান এর জন্য সর্বোচ্চ অবস্থান। তার রেটিং পয়েন্ট ৭০২। আগের র্যাঙ্কিংয়ে লিটন ছিলেন ১২তম স্থানে। অস্ট্রেলিয়ার উসমান খাওয়াজার র্যাঙ্কিংয়ে পিছিয়ে গেলে উন্নতি হয় লিটনের। লিটনের আগে বাংলাদেশী ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ অবস্থানে ছিলেন তামিম ইকবাল। তার র্যাঙ্কিং ছিল ১৪।
গত বছরের মার্চে প্রথমবার ১২তম র্যাঙ্কিংয়ে উঠেছিলেন লিটন। সেই অবস্থান অবশ্য ধরে রাখতে পারেননি তিনি। পরে তার অবনতি হয় । তবে গত ডিসেম্বরে নিজেদের মাটিতে ভারতের বিপক্ষে মিরপুর টেস্টের পর ফের ১২ নম্বর স্থান দখল করেন তিনি। সেটা ছাপিয়ে তার আরও এক ধাপ উন্নতি হয়েছে এবার।
২০২২ সালে ব্যাটিং এ ধারাবাহিকতার ছাপ রাখেন লিটন। তিন সংস্করণ মিলিয়ে ৪২ ম্যাচ খেলে ৪০.০২ গড়ে রেকর্ড ১৯২১ রান করেন তিনি। এই সময় তিনি করেন ১৩ ফিফটি আর তিন সেঞ্চুরি । এক পঞ্জিকাবর্ষে রান করায় এটাই কোনো বাংলাদেশী ব্যাটসম্যানের রেকর্ড। গত বছর বাংলাদেশের আর কেউ এক হাজার রানও করতে পারেননি। টেস্টে ১০ ম্যাচে ৪৪.৪৪ গড়ে ৮০০ রান আসে তার ব্যাট থেকে। পাঁচ ফিফটি আর দুই সেঞ্চুরি তিনি হাঁকান সাদা পোশাকে।
টেস্ট ব্যাটিং রেঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার মারনাস লাবুশেন। তার রেটিং পয়েন্ট ৯২৫। লাবুশেনের স্বদেশি স্টিভেন স্মিথ এক ধাপ এগিয়ে উঠেছেন দুইয়ে। তিনে নেমে গেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।