বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে লিট ফেস্ট ২০২৩। লিট ফেস্ট মূলত সাহিত্য আর সাহিত্যিকদের নিয়ে হলেও মেলা প্রাঙ্গনে পরিবেশিত হচ্ছে সিনেমা, গান এমনকি যাত্রাপালাও। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেলায় দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। মেলায় দেখা মিলছে দেশ ও বিদেশের সাহিত্যিক, অভিনয়শিল্পী-নির্মাতা-সংগীতশিল্পীসহ আরও অনেক বিশেষ ব্যক্তিবর্গের।
এছাড়াও ফেস্টকে কেন্দ্র করে বসেছে বইয়ের দোকান। মেলায় আগতদের কাছে বাড়তি আনন্দ হয়ে ধরা দিয়েছে চিত্রশিল্পী দিয়ে নিজের ছবি (পোট্রেট) আঁকার আয়োজন, মাটি দিয়ে বিভিন্ন পাত্র তৈরির প্রক্রিয়া দেখা, খাবারের দোকানে গরম চায়ের সঙ্গে আড্ডা, রঙ-তুলিতে মনের মতো ছবি আঁকার সুযোগ, প্রিয় লেখক-শিল্পীদের সঙ্গে গল্প আর ছবি তোলা।
উল্লেখ্য, চারদিনের এই লিট ফেস্টে অংশ নিচ্ছেন পাঁচটি মহাদেশের ৫০০-এরও বেশি বক্তা, শিল্পী ও চিন্তাবিদ। পাশাপাশি চারদিন ব্যাপী এই মেলায় শিশুদের জন্যও নানা আয়োজন থাকছে। শিশুদের বিজ্ঞান চর্চা, বিনোদন, জ্ঞান চর্চার কথা মাথায় রেখে সাজানো হয়েছে ঢাকা লিট ফেস্টের বিভিন্ন আয়োজন।
অনলাইন রেজিস্ট্রেশন ও সরাসরি টিকিটের লোকেশন জানতে ভিজিট করতে হবে www.dhakalitfest.com ওয়েবসাইট। এবারের মেলায় প্রবেশের জন্য প্রয়োজন হবে টিকিটের। ২০০ এবং ৫০০ টাকায় টিকিট পাওয়া যাচ্ছে। টিকেট পাওয়া যাচ্ছে একদিনের জন্য বা মেলার চার দিনের জন্য। ছাত্রদের জন্য রয়েছে বিশেষ ছাড়। অনলাইনে এবং সশরীরে টিকিট কেনা যাবে। এছাড়া বাংলা একাডেমির মূল প্রবেশমুখে থাকছে স্পট রেজিস্ট্রেশনের সুবিধা। ১২ বছরের কম বয়সী ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিরা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।