দেশের প্রথম এলিভেটেড মেট্রোরেল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিয়াবাড়িতে ফলক উন্মোচনের মাধ্যমে প্রধানমন্ত্রী উদ্বোধন করেন মেট্রোরেল প্রকল্পের। প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।মেট্রো রেলের উদ্বোধন উপলক্ষে ৫০ টাকার একটি স্মারক নোটও প্রকাশ করা হয়। মেট্রো ট্রেনের প্রথম চালক হলেন মরিয়ম আফিজা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরার দিয়াবাড়ি খেলার মাঠে একটি নাগরিক সমাবেশে ভাষণ দেন ।এর পরেই প্রধানমন্ত্রীর উত্তরার দিয়াবাড়ি থেকে টিকিট কেটে প্রথম যাত্রী হিসেবে আগারগাঁও যাবেন।
২৯ ডিসেম্বর থেকে সাধারণ মানুষ মেট্রোরেলে চড়া শুরু করতে পারবেন। প্রাথমিকভাবে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উত্তরা স্টেশন থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত কোনো স্টপেজ ছাড়াই চলাচল করবে মেট্রো রেল। ধারনা করা হচ্ছে মেট্রো রেল কম সময়ে বেশি যাত্রী পরিবহন করায় জনদুর্ভোগ অনেকটাই কমবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালের ২৪ জুন মেট্রোরেল প্রকল্পের নির্মাণ কাজ উদ্বোধন করেন। মোট ২২,০০০ কোটি টাকার প্রকল্পের মধ্যে জাইকা (জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি) প্রায় ১৬,৬০০ কোটি টাকা প্রকল্প সহায়তা হিসেবে প্রদান করেছে।
সুত্র বাসস