এক এক করে বাংলাদেশে এখন প্রায় শতটার উপর মিউজিয়াম গড়ে উঠেছে। এ সকল মিউজিয়ামের নাম বাংলায় যাদু ঘর বলা হচেছ। শব্দটি শুনলে শিশুদের মনে খুব খটকা লাগে যেমনটা আমাদেরও ছোট বেলায় হয়েছিল। মনে হয় যাদুঘর হলো কোন ম্যাজিক হাউজ। আসলে গিয়ে দেখা গেল্ যাদুঘরে কোন প্রকার যাদু মন্ত্র নে্ই । আছে ইতিহাস আর ইতিহাস। তাই এর নাম পরিবর্তন করা প্রয়োজন।
সাধারনতঃ যাদু বা জাদু (magic) একটি পারফরমিং আর্ট বা পরিবেশনমূলক শিল্প। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়-উপকরণ ব্যবহার করে অসম্ভব বিভ্রম বা আপাত দৃষ্টিতে অতিপ্রাকৃত ঘটনার জন্ম দেয়ার মাধ্যমে দর্শক-শ্রোতাদের আনন্দ দেয়াই জাদু বা যাদু। এগুলোকে জাদুর কৌশল, বিভিন্ন ইফেক্ট বা বিভ্রম হিসেবে আখ্যায়িত করা যেতে পারে।
মিউজিয়াম হলো সংগ্রহালয় বা সংগ্রহশালা যেখানে পুরাতাত্ত্বিক বা ঐহিতাসিক নিদর্শনসমূহের সংরক্ষিত থাকে।
মিউজিয়ামে বৈজ্ঞানিক, শৈল্পিক ও ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন বস্তুসমূহ সংগ্রহ করে সংরক্ষিত করা হয় এবং সেগুলি প্রদর্শন আধার বা ডিসপ্লে কেসের মধ্যে রেখে স্থায়ী অথবা অস্থায়ীভাবে জনসাধারণের সমক্ষে প্রদর্শন করা হয়। বিশ্বের অধিকাংশ বড় মিউজিয়ামই প্রধান প্রধান শহরগুলিতে অবস্থিত। অবশ্য ছোটো শহর, মফস্বল ও গ্রামাঞ্চলেও স্থানীয় মিউজিয়াম গড়ে উঠতে দেখা যায়।
What is a meaning of museum?
“A museum is, permanent institution in the service of society that researches, collects, conserves, interprets and exhibits tangible and intangible heritage which is opened to public.”
অতীতকালে মিউজিয়াম গুলি গড়ে উঠত ধনী ব্যক্তিদের ব্যক্তিগত বা পারিবারিক উদ্যোগে অথবা কোনো প্রাতিষ্ঠানিক উদ্যোগে। এই সব জাদুঘরে সংরক্ষিত থাকত শিল্পকর্ম, দুষ্প্রাপ্য ও আশ্চর্যজনক প্রাকৃতিক বস্তু বা পুরাবস্ত।
সারা বিশ্বেই মিউজিয়াম দেখা যায়। আমেরিকার প্রাচীনকালে গড়ে ওঠা আলেকজান্দ্রিয়ার শিল্পকলা মিউজিয়াম যার দ্বার উম্মচন হয় ১৯৭৭ সালে ।
ভারতের প্রাচীন জাদুঘর কোলকাতার পার্কস্ট্রিটে অবস্থিত ‘ভারতীয় জাদুঘর’ ১৮১৪ সালে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতায় এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল এই জাদুঘর প্রতিষ্ঠা করে। কারো কারো মতে এটা ছিল ব্রিটিশের ভারতীয় পুরাকৃতি চুরি করার কারসাজি । ব্রিটিশ মিউজিয়াম গেলে কথাটির সত্যতা মেলে।
আলেকজান্দ্রিয়ার প্রাচীন গ্রন্থাগার প্রাচীন বিশ্বের বৃহত্তম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থাগারগুলির একটি। এটি মিশরের আলেকজান্দ্রিয়া শহরে অবস্থিত ছিল। খ্রিস্টপূর্ব ৩ শতাব্দীতে মিশরের টলেমিক রাজবংশের পৃষ্ঠপোষকতায় একটি প্রধান শিক্ষাকেন্দ্র হিসেবে এই গ্রন্থাগারটি গড়ে উঠেছিল। ৩০ খ্রিস্টপূর্বাব্দে রোমানদের মিশর আক্রমণের সময় পর্যন্ত এই গ্রন্থাগার কার্যকরী ছিল।
বিশ্বের প্রাচীনতম জাদুঘরটি ২৫০০ বছর আগে একটি ব্যাবিলনীয় রাজকুমারী দ্বারা নির্মিত হয়েছিল। প্রাচীনতম এই জাদুঘরটি ছিল এনিগাল্ডি-নান্নার সংগ্রহশালা, যা ৫৩০ খ্রিস্টপূর্বাব্দ এবং মেসোপটেমিয়ার পুরাকীর্তিগুলিতে উত্সর্গীকৃত। ১০২৫ সালে, প্রত্নতাত্ত্বিক লিওনার্ড উললি একটি ব্যাবিলনীয় প্রাসাদ খনন করার সময় প্রত্নবস্তুর একটি অদ্ভুত সংগ্রহ আবিষ্কার করেছিলেন।
উপরোক্ত আলোচনা থেকে এটা প্রতিয়মান হয় যে, মিউজিয়ামের বাংলা কখন্ও যাদুঘর বা জাদুঘর হতে পারে না। মিউজিয়াম হলো মিউজিয়াম । যদি বাংলা করা হয় তাহলে এর নাম হতে পারে ঐতিহাসিক সংগ্রশালা। বাংলাদেশের মিউজিয়াম গুলোর নাম হতে পারে এমন ’ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রস্তাবিত নাম-বঙ্গবন্ধু স্মৃতি সংগ্রশালা, বরেন্দ্র গবেষণা জাদুঘর প্রস্তাবিত- বরেন্দ্র গবেষণা সংগ্রশালা, বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রস্তাবিত – বাংলাদেশ জাতীয় মিউজিয়াম, , বাংলাদেশ ডাক জাদুঘর প্রস্তাবিত -বাংলাদেশ ডাক সংগ্রশালা, বাংলাদেশ সামরিক জাদুঘর প্রস্তাবিত -বাংলাদেশ সামরিক সংগ্রশালা।
সংশ্নিষ্ঠ মন্ত্রনালয়কে অনুরোধ করা হলো যে, অতিসত্তর বাংলাদেশের সকল প্রকার ঐতিহাসিক সংগ্রহ শালাকে যাদুঘর নামে নামকরন না করা। যাদু শব্দের পরিবর্তে মিউজিয়াম বা সংগ্রহশালা ব্যাবহার করা হোক।