আওয়ামী সরকারের পদত্যাগ, সংসদ ভেঙ্গে দিয়ে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দূর্নীতি-লুটপাট ও পাচারের টাকা উদ্ধার, সিন্ডিকেট ভাঙ্গা ও পাচারকারীদের বিচারের দাবীতে বাম গণতান্ত্রিক জোটের দেশব্যাপী অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত অবস্থান কর্মসূচী পালিত হয়। বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)’র সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাসদ (মার্কসবাদ) সাধারণ সম্পাদক মাসুদ রানা, সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নেতা শহীদুল ইসলাম সবুজ। অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বিভিন্ন শ্রেণী পেশার সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আওয়ামী সরকারের দুঃশাসনে দেশবাসী অতিষ্ঠ। জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। আবারো একতরফা প্রহসনের নির্বাচনের প্রচেষ্টা নেওয়া হচ্ছে। নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকার ছাড়া নির্বাচন হবে প্রহসন। সরকারের দায়িত্বহীন আচরণের কারণে আজ দেশী-বিদেশী নানা শক্তি অপতৎপরতা চালানোর সুযোগ পাচ্ছে। গণআন্দোলন ও গণসংগ্রাম ছাড়া ভোটাধিকার আদায় ও জনগণের স্বার্থ রক্ষা করা যাবে না।
নেতৃবৃন্দ সারা দেশে দমন-পীড়ন বন্ধ ও ভোটাধিকার, গণতন্ত্র রক্ষায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে রাজপথে সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান। সমাবেশ থেকে আগামী ৮ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় সমাবেশ-বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে দেশের বিভিন্ন জেলায়ও অবস্থান সমাবেশ অনুষ্ঠিত হয়। সিলেট, নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলায় অনুরূপ কর্মসূচি পালনের খবর পাওয়া গেছে।