পোপ ফ্রান্সিস ‘ধন ও ক্ষমতার জন্য ক্ষুধা’-মানুষের এই প্রবৃত্তির নিন্দা করেছেন। তিনি যুদ্ধেরও সমালোচনা করেন। তিনি বলেন যে যুদ্ধের প্রধান শিকার হয় সাধারণত দুর্বলরা। পোপ বলেন আমি সবাইকে যুদ্ধ, দারিদ্র্য এবং অবিচার দ্বারা গ্রাস করা শিশুদের কথা বিবেচনা করার অনুরোধ করবো।
বড়দিনের প্রাক্কালে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় উপাসকদের উদ্দেশ্যে এক ভাষণে পোপ এই সকল বিষয় নিয়ে আলোচনা করেন। ৮৬ বছর বয়ষ্ক পোপ একটি হুইলচেয়ারে গির্জায় প্রবেশ করেন এবং উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন । তিনি বলেন আমাদের পৃথিবীবাসি ক্ষমতার ক্ষুধায় তাদের প্রতিবেশীদের জীবনকেও বিপর্যস্ত করে তুলেছে। সকলের ধারণা এই বক্তব্যের মধ্যেমে তিনি পরোক্ষভাবে ইউক্রেন যুদ্ধের কথাই সবাই কে সরণ করিয়ে দিতে চেয়েছেন। যদিও রাশিয়ার ইউক্রেন আক্রমণের প্রাথমিক পর্যায়ে রাশিয়ার সমালোচনা না করায় পোপ ইউক্রেনে ব্যাপকভাবে সমালোচিত হয়েছিলেন।