রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় মকবুল হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার বিকেলে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বেলা ৩টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন। এ ছাড়া আহত হয়ে আরও প্রায় ১৫ জন নেতা-কর্মী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রচার সম্পাদক মুস্তাফিজুর রহমান রুমি জানান, বিএনপি পার্টি অফিসের সামনে রাস্তায় শটগানের গুলিতে আহত হয়ে পড়েছিলেন ওই যুবক। তখন তারা কয়েকজন মিলে ধরাধরি করে হাসপাতালে নিয়ে আসেন । প্রাথমিক ভাবে তার নাম মকবুল বলে জানা গেছে।
বুধবার সকাল থেকে নেতাকর্মীরা আগামী ১০ ডিসেম্বর গণসমাবেশকে কেন্দ্র করে জড়ো হতে শুরু করেন। এদিকে নয়াপল্টনে সকাল থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ওই এলাকায় আরও বেশি পুলিশ মোতায়েন করা হয়। পৌনে ৩টায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস, টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।