আজ শুক্রবার প্রায় দুই যুগ পর বাংলাদেশের প্রথম শিশু সংঘঠন ” শাপলা কুড়িঁর আসর” -এর সংগঠকদের পুনর্মিলনী ২০২২ অনুষ্ঠিত হয় সেগুন বাগিচার কচি কাঁচা মিলনায়তনে । এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন প্রফেসর আ আ ম স আরেফিন সিদ্দিকি, সাবেক ভিসি, ঢাকা বিশ্ব বিদ্যালয়। আরো উপস্থিত ছিলেন প্রফেসর ড. হাবিবুর রহমান, ভিসি, ডুয়েট, ঢাকা, জনাব সায়েদুল আরেফিন, কবি, কলামিস্ট। সভাপতি আসাদুল হক (যাযাবর স্বপন) অনুষ্ঠানটির আহ্বায়ক পুনর্মিলনী উদযাপন কমিটি, শাপলা কুঁড়ির আসর।
উল্লেখ্য যে শাপলা কুঁড়ির আসরের প্রধান পৃষ্ঠপোষক (প্রতিষ্ঠাকালীন) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।পল্লী কবি জসীমউদ্দীন প্রধান উপদেষ্টা (প্রতিষ্ঠাকালীন) ।