নতুন বছরের প্রথম দিন সারা দেশে শিক্ষার্থীদের হাতে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদানকৃত নতুন বই তুলে দেওয়ার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বই উৎসব। সেই ধারাবাহিকতায় আজ ১লা জানুয়ারি,২০২৩, রোজ-রবিবার, সকাল: ১০ ঘটিকায় অ্যামবাসাডর স্কুল অ্যান্ড কলেজে আনন্দমূখরভাবে উদযাপিত হয় বই উৎসব-২০২৩ এবং শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় এ বছরের নতুন বই।
বই পাওয়ার আমেজে মেতে ওঠে স্কুলের সকল শিক্ষার্থী। বর্তমান সরকার জাতিকে নিরক্ষতার অভিশাপ মুক্ত করতে সবার জন্য শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ২০১০ থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ করে আসছে।