মঙ্গলবার সকালে নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলামের রাজধানীর শাহীনবাগের বাসায় যান জাতিসংঘের ঢাকা কার্যালয়ের মানবাধিকার বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হুমা খান ও মানবাধিকার বিষয়ক উপদেষ্টা জাহিদ হোসেন। জাতিসংঘের প্রতিনিধি দল সাজেদুল ইসলামের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
গত ১৪ ডিসেম্বর নিখোঁজ সাজেদুলের বাসায় যান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস । মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ওই বাসায় যাওয়ার কারণে কী ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল তা জানার চেষ্টা করেন জাতিসংঘের প্রতিনিধি দলের সদস্যরা।
নিখোঁজ সাজেদুল ইসলামের পরিবারের দাবি, ২০১৪ সালের নির্বাচনের আগে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে তুলে নিয়ে যায়। সাজেদুল ইসলামের বোন সানজিদা ইসলাম গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের নিয়ে গঠিত সংগঠন ‘মায়ের ডাক’ নামক সংগঠনের সমন্বয়কারী। সানজিদা ইসলাম জানান, মার্কিন রাষ্ট্রদূত বাসায় আসার ফলে কতটা চাপ এসেছে এবং কোনো ধরনের হয়রানির শিকার হচ্ছেন কিনা-এসব বিষয়ে খোঁজ নিয়েছে জাতিসংঘের প্রতিনিধি দল। তাছাড়া পিটার হাস বাসায় আসার পর তাদের উপর সরকারের পক্ষ থেকে অনেক চাপ এসেছে। বাসায় একবার পুলিশও এসেছিল। এ বিষয়েও প্রতিনিধি দলের সঙ্গে তারা কথা বলেন।