ঢাকাস্থ আফতাবনগর এলাকায় সাস্টেইনাবল এডুকেয়ার ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত অ্যামবাসাডর স্কুল অ্যান্ড কলেজ -এর পক্ষ থেকে দুই শতাধিক দরিদ্র, অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় ফাউন্ডেশনের সভাপতি ও অ্যামবাসাডর স্কুল অ্যান্ড কলেজ এর সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ড.মোহাম্মদ নুরুল আমিন সহ ব্যবস্থাপনা সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে সম্মানিত চেয়ারম্যান, প্রফেসর ড. মোহাম্মদ নুরুল আমিন বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। সমাজের সকল শ্রেণির মানুষ যেন তাদের সন্তানদের সুশিক্ষা নিশ্চিত করতে পারে সে ব্যবস্থা থাকা উচিত। উপস্থিত মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সন্তানদের শিক্ষা নিশ্চত করুন। আপনার সন্তানের শিক্ষাই একদিন আপনার দুঃখ কষ্ট লাঘব করবে।
সাস্টেইনাবল এডুকেয়ার ফাউন্ডেশন ভবিষ্যৎ প্রজন্মের সুশিক্ষা ও টেকসই শিক্ষা নিয়ে কাজ করে আসছে। এছাড়াও ২০২০ সাল থেকে সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সেই ধারাবাহিকতায় সুশিক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে অবিরাম কাজ করে যাচ্ছে অ্যামবাসাডর স্কুল অ্যান্ড কলেজ।