সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে শক্তিশালী ভারতের সাথে ড্র করল স্বাগতিক বাংলাদেশ। গতকাল রোববার রাতে কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ গোলশূন্য ড্র করে ভারতের বিপক্ষে। ম্যাচ অমিমাংসিতভাবে শেষ হওয়ায় দুই খেলায় একটি করে জয় ও ড্রতে সমান ৪ পয়েন্ট নিয়ে ফাইনাল খেলার পথে এগিয়ে রয়েছে বাংলাদেশ ও ভারতই। যদিও গোল পার্থক্যে এগিয়ে থেকে তালিকার শীর্ষস্থানে রয়েছে ভারত।
এই ড্রয়ে ফাইনাল নিশ্চিত করার অপেক্ষা বাড়ল বাংলাদেশের। ৭ ফেব্রুয়ারি ভুটানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ড্র করলেই ফাইনালে পৌঁছে যাবে বাংলাদেশ।
নেপালের বিপক্ষে খেলানো একাদশটা আজও অপরিবর্তিত রাখেন কোচ গোলাম রব্বানী। আগের ম্যাচে চোট পাওয়া অধিনায়ক শামসুন্নাহারকে নিয়ে সংশয় থাকলেও শেষ পর্যন্ত তাঁকে রেখেই একাদশ সাজান কোচ। কিন্তু ভারতের দীর্ঘকায় ডিফেন্ডারদের সামনে কাল শামসুন্নাহার তেমন কিছু করতে পারেননি। মাঝেমধ্যে অবশ্য কয়েকবার ভারতের বক্সে ঢুকেছেন, কিন্তু ফিনিশিংয়ের দুর্বলতায় গোল পাওয়া হয়নি। আগের ম্যাচে নেপালের বিপক্ষে ৩ গোল করেন আকলিমা খাতুন, শামসুন্নাহার ও শাহেদা। আজ এই ত্রয়ীর আক্রমণভাগকে খুব বেশি সুযোগ দেননি ভারতের ডিফেন্ডাররা।
ম্যাচের প্রথম ২০ মিনিট একচেটিয়া আধিপত্য ছিল ভারতের। প্রতিবারই দারুণ দক্ষতায় বাংলাদেশকে বাঁচিয়ে দিয়েছেন সাফের সেরা গোলরক্ষকের পুরস্কার পাওয়া রুপনা চাকমা। ম্যাচের সাত মিনিটে সুমাতি কুমারী ভয়ংকরভাবে একা বল নিয়ে বক্সে ঢোকেন। কিন্তু রুপনা এগিয়ে এসে দারুণ সেভ করেন। ১৫ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল সুনিতা মুনদা হেডও দারুণ দক্ষতায় লুফে নেন রুপনা।
বয়স বেড়ে যাওয়ায় এবারের টুর্নামেন্টে খেলতে পারছেন না মারিয়া মান্দা, মনিকা চাকমা, সানজিদা খাতুনরা। তাঁদের পরবর্তী প্রজন্মের ফুটবলারদের সামনে আসল পরীক্ষাটা ছিল ভারতের বিপক্ষে ম্যাচে। কিন্তু মাঝমাঠে মারিয়া , মনিকাদের অভাব পূরণ করতে পারেননি স্বপ্না রানী, মাহফুজা খাতুনরা। শামসুন্নাহারই শুধু সারা মাঠ দৌড়েছেন, কিন্তু বক্সে গিয়ে বারবার খেই হারিয়েছেন।
নারী লিগের সর্বোচ্চ ২৫ গোল করা আকলিমাকে তো কড়া পাহারায়ই রাখেন ভারতের তিন ডিফেন্ডার। বেশির ভাগ সময়ই অফ সাইডের ফাঁদ থেকে বের হতে পারেননি এই ফরোয়ার্ড! এর মধ্যেই ৩৩ মিনিটে স্বপ্নার কর্নার থেকে সুরমা জান্নাত ভালো একটা সুযোগ পেয়েছিলেন। কিন্তু তাঁর ভলি গেছে বাইরে। ম্যাচের ৭৫ মিনিটে কোচ মাহফুজার বদলি হিসেবে মাঠে নামান উন্নতি খাতুনকে। আকলিমার বদলে নামেন আইরিন। কিন্তু এই দুজন মাঠে নেমেও খেলার স্কোরে কোনো বদল আনতে পারেননি।
এর আগে দিনের প্রথম ম্যাচে ভুটানকে ৪-০ গোলে হারিয়েছে নেপাল। হ্যাটট্রিক করেছেন আমিশা কারকি। অন্য গোলটি করেছেন প্রীতি রায়।
বাংলাদেশ দল: রুপনা চাকমা, শামসুন্নাহার, নাসরিন আক্তার, সুরমা জান্নাত, আফঈদা খন্দকার, সোহাগী কিসকু, স্বপ্না রানী, মাহফুজা খাতুন (উন্নতি), শাহেদা আক্তার, আকলিমা খাতুন (আইরিন খাতুন), ইতি খাতুন।