সর্বশেষ প্রাপ্ত খবর থেকে জানা যায় যে তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৯ হাজার ছাড়িয়েছে। গার্ডিয়ান পত্রিকা ও সিএনএন ২৯ হাজার মৃত্যুর ব্যাপারে নিশ্চিত করেছে। এর মধ্যে তুরস্কে মৃতের সংখ্যা ২৪,৬১৭ জন এবং সিরিয়ায় মৃতের সংখ্যা দুই হাজার ৪৫০০ জন।
যদিও ধারনা করা হচ্ছে এই সংখ্যা অনেক বাড়বে। কারণ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে আছেন হাজার হাজার মানুষ।
সোমবারের ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প তুরস্ক ও সিরিয়ার উত্তরাঞ্চলের হাজার হাজার ঘরবাড়ি, হাসপাতাল, স্কুল, বিভিন্ন স্থাপনা ধসিয়ে দিয়েছে, হাজার হাজার মানুষ আহত হয়েছে, অগণিত মানুষ পরিণত হয়েছে উদ্বাস্তুতে।
ক্ষতিগ্রস্ত সড়ক, বৈরী আবহাওয়া, সম্পদ ও ভারী যন্ত্রপাতির স্বল্পতার কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানো ও সেখানে উদ্ধারকাজ চালাতে হিমশিম খাচ্ছে উদ্ধারকর্মীরা।
দীর্ঘদিনের যুদ্ধে ইতোমধ্যে বিধ্বস্ত হয়ে যাওয়া তুরস্ক সীমান্ত লাগোয়া সিরিয়ার কিছু শহরে ভূমিকম্পের আঘাত অত্যন্ত তীব্র হয়েছে। এসব সীমান্ত এলাকায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতিও হয়েছে অনেক বেশি।
সিরিয়ায় ভূমিকম্পে বেঁচে যাওয়া লাখ লাখ মানুষ এখন খোলা আকাশের নিচে রাস্তায় বাড়িঘরের ধ্বংসাবশেষ জ্বালিয়ে ঠান্ডা থেকে বাঁচার চেষ্টা করছে।