সাকিবের দুর্দান্ত পারফরম্যান্সের উপর ভর করে শেষ ওয়ানডে ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ৫০ রানে জয়ের দেখা পেলো বাংলাদেশ। প্রথমে ব্যাটিং করে ২৪৬ রান তুলেছিল বাংলাদেশ। যেখানে ৭১ বলে ৭৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন সাকিব। পরে ইংল্যান্ড ৪৩.১ ওভারে গুটিয়ে যায় ১৯৬ রানে। ৩৫ রানে ৪ উইকেট নিয়েছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের আগেই দুই ম্যাচ জিতেছিল ইংল্যান্ড। বাংলাদেশ শেষ ওয়ানডে জেতায় সিরিজ শেষ হলো ২-১ ব্যবধানে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের ২৪৬ রানের জবাব দিতে নেমে প্রথম উইকেট জুটিতে ৫৪ রান তুলে ফেলেন দুই ইংলিশ ওপেনার জেসন রয় ও ফিল সল্ট। তারপরই ইংলিশদের চেপে ধরেন সাকিব আর ইবাদত। প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে তিনশ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন সাকিব। ইবাদত হোসেন ৯ ওভারে ৩৮ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট। তাইজুল ১০ ওভারে ৫৮ রান দিয়ে নিয়েছেন দুটি উইকেট। মোস্তাফিজুর রহমান ও মেহেদি হাসান মিরাজ নিয়েছেন একটি করে উইকেট।
প্রথমে ব্যাট করতে নেমে ১৭ রানে দুই ওপেনারকে হারানো বাংলাদেশকে টেনেছেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। ধস ঠেকাতে শুরুতে রানের চিন্তা বাদ দিয়ে উইকেটে পড়ে থাকতে চেয়েছেন মুশফিক। অনেকদিন যাবত অফ ফর্মে থাকা মুশফিক তারপর বাড়িয়েছেন রানের গতি। তৃতীয় উইকেটে মুশফিক-শান্তর জুটি ছিল ৯৮ রানের। কিন্তু নিজের ভুলে শান্ত রান আউট হয়ে ফিরলে আবারও বিপদে পরে বাংলাদেশ। একপ্রান্ত আগলে রেখে সাকিবই কেবল ইংলিশদের বিপক্ষে প্রতিরোধ গড়তে পেরেছেন। বাংলাদেশ আড়াইশর কাছাকাছি গেলও সেই কারণেই। ইংল্যান্ডের হয়ে ৩৫ রানে তিন উইকেট নিয়েছেন জোফরা আর্চার। আদিল রশিদ ২১ রানে ও স্যাম কারান ৫১ রানে দুটি করে উইকেট নেন।