জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ জন্মদিনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে কেন্দ্রীয় শাপলা কুঁডির আসর। শুক্রবার (১৭ মার্চ ) সকাল সাড়ে দশটায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুস্পস্তবক অর্পন করেন শাপলা কুঁড়ির আসরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং শিশুকিশোর সদস্যরা। এর আগে শতাধিক শিশু কিশোরকে নিয়ে ধানমন্ডি কলাবাগান মাঠের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি সড়ক প্রদক্ষিন করে ধানমন্ডির ৩২ নম্বরে গিয়ে শেষ হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়। কেন্দ্রীয় শাপলা কুঁড়ির আসরের আহবায়ক আসাদুল হক (যাযাবর স্বপন) নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য সামসুজ্জোহা সরকার শাহীন, এ কে এম আবু সুফিয়ান, কামরুজ্জামান শাহিন , আমির হুসাইন স্মিথ, মতিনুল ইসলাম, মাহবুবুর রহমান রানা, নুর হোসেন, কাজী মাহমুদুর রহমান, হাসান স্বপন, আব্দুল খালেক, মিজান সরকার, মিজাউল ইসলাম খান বিপুল, জেছমিন আরা, নাজনিন আক্তার,রাশেদা হামিদ অর্নি, মিনার মাসুদ , গাইবান্ধার বানডাঙ্গা শাখার মমিনুল ইসলাম মমিন, রায়হান কবির রনি, মো: মেহেদী হাসান, মো: আবির আহমেদ, মো: সাদিউল সাদিসহ অনেকে।
সারাদেশ বঙ্গবন্ধুর জন্মদিনে শাপলা কুঁড়ির আসরের নেতৃবৃন্দ ও শিশুকিশোরদের শ্রদ্ধা নিবেদন
বঙ্গবন্ধুর জন্মদিনে শাপলা কুঁড়ির আসরের নেতৃবৃন্দ ও শিশুকিশোরদের শ্রদ্ধা নিবেদন
Read also