আফতাব নগর গেট ও হাতির ঝিলস্থ দাসের কান্দি পানি কলেকশন পয়েন্ট বরাবর জেব্রা ক্রসিং দেয়া হয়েছে। এই জেব্রা ক্রসিং দিয়ে প্রতিদিন প্রায় ২ থেকে ৩ লাখ লোক রাস্তা পারাপার করে হাতির ঝিলস্থ বোট সার্ভিস সহ অন্যান্য গন্তব্যের বাসে যাতায়াত করার জন্যে। এছাড়া ইস্ট ওয়েস্ট বিশ্ব-বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিয়ত এই জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হয়। জনগন এই জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হয় জীবনের ঝুকি নিয়ে। গাড়ী থামানোর জন্য এখানে কোন প্রকার পুলিশ বা অটো সিগনাল বাতি নাই। হাইওয়ে ও ওয়ান ওয়ে রাস্তার কারনে এখানে গাড়ী থামারও কোন সুযোগ নেই । এভাবে জীবনের ঝুকি নিয়ে রাস্তা পার হওয়া এক ধরনের মানসিক এংজাইটি তৈরী করে । প্রতিনিয়ত এ ধরনের এংজাইটির কারনে যে কোন ব্যাক্তির পরবর্তিতে নানা ধরনের মানসিক স্বাস্থ্য হানিতে ভুগতে পারে। সে জন্য এই জেব্রা ক্রসিংএর উপর ফুট ওভার ব্রিজ প্রয়োজন। ফুট ওভার ব্রিজ সুধু জেব্রা ক্রসিং ব্যাবহার করা পথচারীরই প্রয়োজন নয় । যারা গাড়ী চালায় তাদের জন্যও ফুট ওভার ব্রিজ প্রযোজন।
গাড়ী চালানোর সময় হুট করে লোক সামলে চলে আসলে এবং তাকে বাচিয়ে গাড়ী রক্ষা করা বেশ কঠিন ব্যাপার। যাত্রীদের যেমন মানসিক এংজাইটি হয় তেমনি গাড়ীর চালকদেরও মানসিক এংজাইটি হয়। মানসিক এংজাইটি হলো এক ধরনের মাসিক রোগ যার কারনে নানা ধরনের অন্যান্য মানসিক রোগ হয়। এসব বিষয়গুলো বিবেচনা করে সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন তারা যেন দ্রুত আফতাব নগর গেট ও হাতির ঝিলস্থ দাসের কান্দি পানি কলেকশন পয়েন্ট বরাবর জেব্রা ক্রসিং-এর উপর একটি ফুট ওভার ব্রিজ দিয়ে দেয়।