স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত ঘোষণা দিলো যে মেসিই জিততে যাচ্ছেন এবারের ব্যালন ডি’ অর। যদিও এটা আনুষ্ঠানিক কোনো ঘোষণা নয়। আগামী ৩০ অক্টোবর প্যারিসে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে ঘোষণা করা হবে ব্যালন ডি’ অরজয়ীর নাম। কিন্তু স্পোর্ত বলছে অষ্টমবার ব্যালন ডি’ অর হাতে নিতে যাচ্ছেন লিওনেল মেসি। তাদের ভাষ্যমতে, আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর স্বীকৃতিস্বরূপ এই বছর ব্যালন ডি’ অর জিতবেন মেসি। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত আরো জানিয়েছে যে নারীদের মধ্যে ব্যালন ডি’ অর জিততে যাচ্ছেন স্পেনের বিশ্বকাপজয়ী তারকা আইতানা বোনামাতি।
অনেকে অবশ্য ব্যালন ডি’ অর জেতার অন্যতম দাবিদার মনে করছিলেন ম্যানচেস্টার সিটির নরওয়েজীয় স্ট্রাইকার আর্লিং হলান্ডকে। গত মৌসুমে আর্লিং হলান্ড সিটির হয়ে প্রিমিয়ার লিগ, এএফ কাপ এবং প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিতেছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে হলান্ড গোল করেছেন ৫২টি যা ম্যানচেস্টার সিটিকে তিনটি শিরোপা জিততে সহায়তা করে। তবে স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর সত্যি কিনা তা জানা যাবে আগামী ৩০ তারিখ।
কয়েক দিন আগে মেসি ব্যালন ডি’অর প্রসঙ্গে বলেন, ‘আমি আমার ক্যারিয়ারে এটা অনেকবার বলেছি যে ব্যালন ডি’অর গুরুত্বপূর্ণ একটা পুরস্কার। ব্যক্তিগত পর্যায়ে এটা সবচেয়ে সুন্দর পুরস্কার। কিন্তু আমি কখনোই এটাকে অতটা গুরুত্ব দিইনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল দলীয় অর্জন।’