বসুন্ধরা কিংস অ্যারেনায় ফিফা বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের ম্যাচে মোরছালিনের গোলে লেবাননকে রুখে দিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে রক্ষণ আর গোলরক্ষকের ভুলে ৬৭ মিনিটে গোল খেয়ে বসে বাংলাদেশ। ৫ মিনিট পরই (৭২ মিনিটে) লেবাননের বক্সের সামনে একটু ফাঁকায় বল পেয়ে দারুন এক গোল করেন মোরছালিন। ১-১ গোলে ড্র হয় এশিয়া অঞ্চল থেকে ‘আই’ গ্রুপের বাংলাদেশ বনাম লেবাননের এই ম্যাচ। অবশ্য প্রথম খেলায় গত ১৬ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্নে ৭-০ গোলে হারে জামাল ভূঁইয়ারা।
প্রথমার্ধে গোলশূন্য ছিল দুই দল। বিরতির পর ৬৭ মিনিটে নিজেদের বক্সে জটলার ভেতর থেকে গোল হজম করে বসে বাংলাদেশ। বক্সের ভেতর আসা ক্রসে শট নিতে ব্যর্থ হন লেবাননের দুই খেলোয়াড়। এরপর বাংলাদেশের ডিফেন্ডাররা এবং গোলকিপার মিলেও বল ‘ক্লিয়ার’ করতে পারেননি। অ্যাটাকিং মিডফিল্ডার মাজেদ ওসমান সহজ সুযোগ থেকে গোল করে লেবাননকে এগিয়ে দেন ।
ম্যাচে বাংলাদেশের জন্য সেরা মুহূর্তটা উপহার দেন ১৭ বছর বয়সী মিডফিল্ডার শেখ মোরছালিন। গোল খাবার ৫ মিনিট পরই (৭২ মিনিটে) লেবাননের বক্সের সামনে একটু ফাঁকায় বল পেয়ে যান মোরছালিন। একটু মুভ করে চারপাশটা দেখে সামনে ডিফেন্ডার থাকা স্বত্বেও লেবাননের জাল তাক করে শট নেন। বেশ জোরাল গতিতে বলটা লেবানন গোলকিপারকে ফাঁকি দিয়ে ঢুকে যায় জালে। শেষ পর্যন্ত মোরছালিনের গোলেই ড্র করে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১ পয়েন্ট তুলে নিতে পেরেছে বাংলাদেশ।