বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে একতরফা প্রহসনমূলক নির্বাচন বর্জনের আহ্বানে রাজধানীর ধূপখোলা এলাকায় গণসংযোগ ও পথসভায় সিপিবি কেন্দ্রীয় কমিটির নেতা কাজী সাজ্জাদ জহির চন্দন বলেছেন, আগামী ৭ জানুয়ারির নির্বাচন ক্ষমতাসীনদের জন্য ‘কাল’ হবে। ২০১৪ ও ২০১৮ সালের ধারাবাহিকতায় আরও একটি প্রহসনমূলক নির্বাচন অনুষ্ঠিত করার মধ্য দিয়ে ক্ষমতাসীন থাকার দিবাস্বপ্নে বিভোর আওয়ামী লীগ ও তার নির্বাচনী সঙ্গীদের ‘গণতন্ত্র হত্যা অভিযান’ দেশের মানুষ প্রতিরোধ করবে। তিনি আরও বলেন, মানুষের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার হরণ করা, লেখক-রাজনৈতিক কর্মীদের হত্যাসহ নিষ্ঠুর ফ্যাসিবাদী দমন-পীড়নের মধ্য দিয়ে ক্ষমতাসীন সরকার মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা পদদলিত করছে। তিনি বলেন, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে দেশের বামপন্থী ও গণতান্ত্রিক শক্তি আপসহীন লড়াই পরিচালনা করবে।
আজ ২৬ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার, বিকেল ৪টায় পুরান ঢাকার ধূপখোলা মাঠ ও বাজার এলাকায় বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে একতরফা ও প্রহসনমূলক নির্বাচন বর্জনের আহ্বান সম্বলিত প্রচারপত্র নিয়ে গণসংযোগ অনুষ্ঠিত হয়। এসময় ধূপখোলা বাজারে সিপিবি সূত্রাপুর থানা কমিটির সভাপতি আবু তাহের বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য রাখেন সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক জলি তালুকদার, সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য সাইফুল ইসলাম সমীর, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, বাসদ (মার্কসবাদী)’র ঢাকা নগর কমিটির নেতা মোহাম্মদ সোয়াইব প্রমুখ।
পথসভায় সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেন, ক্ষমতাসীন সরকার শ্রমিকের ন্যায্য দাবির আন্দোলন দমন করতে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করতে দ্বিধা করে না। বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের কণ্ঠরোধ করতে সারাদেশের কারাগারগুলোকে ধারণ ক্ষমতার তিনগুণ বন্দি দিয়ে পূর্ণ করা হয়েছে। তবুও সরকার দেশের গণতন্ত্রকামী মানুষ ও অধিকার আদায়ে সোচ্চার শ্রমিকদের আন্দোলন থামাতে পারছে না। তিনি বলেন, দেশের মুক্তিকামী মানুষ বারবার বহু আত্মত্যাগের বিনিময়ে গণতন্ত্র, ভোটাধিকার ও রুটি-রুজির অধিকার প্রতিষ্ঠা করেছে। দেশের রাজনৈতিক এই ক্রান্তিকালেও তারা গণআন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারী সরাকারের পতন ঘটাবে। তিনি দেশের সকল গণতান্ত্রিক ব্যক্তি ও শক্তিকে রাজপথের লড়াইয়ে সামিল হয়ে মানুষের হারানো ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করার আহ্বান জানান।
পথসভায় বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী বলেন, ক্ষমতাসীন সরকারের প্রত্যক্ষ মদদে চরম বাজার নৈরাজ্য, সীমাহীন লুটপাট-অর্থপাচারের মধ্য দিয়ে দেশের অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে। বৈদেশিক ঋণ নির্ভর তথাকথিত উন্নয়ন মানুষের পেটে অন্নের যোগান দিতে পারছে না। শ্রমিক বাঁচার মতো মজুরি চাইলে গুলি করে হত্যা করা হচ্ছে। এই সরকারের পতনের মধ্য দিয়েই শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের অধিকার আদায় করতে হবে।
বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে দেশব্যাপী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য একতরফা প্রহসনমূলক নির্বাচন বর্জনের আহ্বানে প্রচারাভিযান-গণসংযোগ-বিক্ষোভ ও পদযাত্রা কর্মসূচি চলছে। আগামী ৩১ ডিসেম্বর ঢাকার আজিমপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে নিউমার্কেট ও নীলক্ষেত এলাকায় গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হবে।
৭ জানুয়ারির নির্বাচন ক্ষমতাসীনদের জন্য ‘কাল’ হবে: বামজোট
© ইন্টারনেট