“স্বাধীনতা দিবস দিচ্ছে ডাক, ব্যক্তিমালিকানা নিপাত যাক, সামাজিক মালিকানা প্রতিষ্ঠা পাক” এই স্লোগানকে সামনে রেখে স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, হাতিরঝিল থানা শাখা, মধুবাগ মাঠে স্থির চিত্র প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠান আয়োজন করে।
প্রবীণ কমিউনিস্ট নেতা আনোয়ারুল হকের সভাপত্বিতে ও শাখা সম্পাদক জহর লাল রায়ের সঞ্চালনায় আলোচনা অনুষ্টানে বক্তব্য রাখেন শাখা সম্পাদক কল্লোল বনিক, তেজগাঁ থানার সম্পাদক মাহমুদ জুয়েল। আলোচনা অনুষ্ঠান থেকে ফিলিস্তিনে গণহত্যার তীব্র নিন্দা জানানো হয়।
সভাপতির বক্তব্যে আনোয়ারুল হক বলেন স্বাধীনতার এতো বছর পরেও আমরা গণতন্ত্রকে স্থায়ীরূপ দিতে পারি নাই। দেশে সীমাহীন বৈষম্য বিরাজ করছে। এর জন্য ৩০ লক্ষ মানুষ তাদের জীবন দিয়ে এই দেশ স্বাধীন করে নাই।
শাখা সম্পাদক কল্লোল বনিক বলেন স্বাধীনতার ৫৩ বছরে যারা এই দেশ শাসন করলো তারা সবার জন্য শিক্ষা ও চিকীর্ষা সেবা নিশ্চিত করতে পারে নাই। দেশ পরিচালিত হচ্ছে ব্যবসায়ীদের স্বার্থে। সাধারণ জনগণের পকেট কেটে সিন্ডিকেট ব্যবসায়ীরা আরো ধনী হচ্ছে। দেখার কেউ নাই। কারণ দেখার দাইত্বে আজ তারাই নিয়োজিত। এভাবে চলে পারে না তাই সাধারণ মানুষ কে সংগঠিত হয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
স্থির চিত্র প্রদর্শনী তে সাধারণ জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।