‘মুক্তিযুদ্ধের চেতনা পুঁজিবাদী রাষ্ট্র না’- এই স্লোগান কে সামনে রেখে ১৬ ডিসেম্বর সকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, হাতিরঝিল থানা শাখা বিজয় দিবস উপলক্ষে মধুবাগ মাঠে স্মৃতিসৌধের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, স্তির চিত্র প্রদর্শনী, লিফলেট বিতরণ ও পথসভার আয়োজন করে। পথসভায় সভাপতিত্ব করেন কমরেড মজিবর রহমান খান। এছাড়াও পথসভায় বক্তব্য রাখেন কমরেড মস্তান শের, কমরেড ডমিনিক ক্যাডেট, শাখা সম্পাদক কল্লোল বনিক, কমরেড বিচিত্র বিশ্বাস। বক্তারা বলেন স্বাধীনতার ৫৩ বছর অতিক্রম হলেও মুক্তিযুদ্ধের আকাঙ্খা এখনো বাস্তবায়িত হয়নি। সবার জন্য শিক্ষা, স্বাস্থ্য সহ মৌলিক অধিকার এখনো পূরণ করা সম্ভব হয়নি, বৈষম্য বেড়েছে সীমাহীন, গণতান্ত্রিক ব্যবস্থা কে স্থায়ীরূপ দেয়া সম্ভব হয়নি। বিগত সময়ে যারাই ক্ষমতায় গিয়েছে তারা সবাই কোটি কোটি টাকার মালিক হয়েছে কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি।স্বৈরাচারী সরকারের পতন হলেও নিত্য পণ্যের মূল্য সাধারণ জনগণের নাগালের বাইরেই রয়ে গেছে,বাজার সিন্ডিকেট নতুন রূপে কার্যকর আছে। সভা থেকে মুক্তিযুদ্ধের চেতনা এবং গণতন্ত্রকে স্থায়ী রূপ দেবার লক্ষ্যে সকল কে সচেতন ও সংগঠিত হবার আহ্বান জানানো হয়।
সারাদেশ সিপিবি, হাতিরঝিল থানা শাখার উদ্যোগে বিজয় দিবস পালন
সিপিবি, হাতিরঝিল থানা শাখার উদ্যোগে বিজয় দিবস পালন
Read also