উত্তরা ফাইন্যান্সের প্রাক্তন সিএফও-উত্তম কুমার সাহা (প্রয়াত) উত্তরা ফাইনান্স থেকে অবৈধভাবে ১০২ কোটি টাকা পাচার করে। উক্ত টাকা উদ্ধারের জন্য উত্তরা ফাইন্যান্সের প্রাক্তন সিএফও-উত্তম কুমার সাহা (প্রয়াত) এর বিরুদ্ধে দুদুকে অভিযোগ করা হয় ২০২৩ সালে। অভিযোগ প্রমানের ভিত্তিতে দুদক উত্তমকুমার সাহার ১২/এ, ধানমন্ডির বাড়ী ক্রোক করে। বিজ্ঞ মহানগর দায়রা জজ ও মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত বিগত ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর আদেশ বলে উক্ত সম্পত্তি কোনভাবে হস্তান্তর বা বিনিময় না করার নির্দেশ প্রদান করে।
বিগত ১৪ আগষ্ট আনুমানিক সন্ধা ৪/৫ ঘটিকার সময় দুনীর্তি দমন কমিশন (দুদক) আইনে ক্রোককৃত সম্পত্তিতে ১৫/২০ জন দুঃস্কৃতিকারী নিয়োগকৃত গার্ডকে প্রহার করে প্রবেশ করে। তারা তালা ভেঙ্গে উত্ত ক্রোককৃত সম্পত্তিতে প্রবেশ করে নানা ধরনের তান্ডব চালায় ও অবস্থান করে। সিকিউরিটি গার্ড তাদেরকে চলে যাওয়ার জন্য অনুরোধ করলে তারা গার্ডকে প্রহার করে ও জানে মেরে ফেলার হুমটি দেয়। তা ছাড়া তারা বলে যে গার্ড যদি বেশি বারাবারি করে তাহলে সংখ্যালঘু হিসেবে নানা ধরনে বানানো অত্যাচারের ছবি ভারতের টিভি চ্যানেলে প্রচার করবে।
তাদের আলোচনাতে গার্ড মারফত জানা যায় যে তাদের প্রধান দলনেতা বিষ্ণু পদ সূত্রধর রাতুল ও তার প্রেমিকা মিসেস মৃত্তিকা সাহা রূপা । উক্ত সময়ে ধানমন্ডি থানার কার্যক্রম না থাকাতে বিষয়টি থানাতে নথিভুক্ত করা যায় নাই । পরেরদিন ১৫ আগস্ট ধানমন্ডি থানা তাদের কার্যক্রম চালু করলে উত্তরা ফাইনান্স পুরো ঘটনার বিষয়টি থানাতে নথিভুক্ত করে।
এই বছরের ৩১ অক্টোবর বিজ্ঞ মহানগর দায়রা ও মহানগর সিনিওর স্পেশাল জজ আদালত উক্ত সম্পত্তি দখলমুক্ত করে রিসিভার উত্তরা ফাইন্যান্সকে দখল বুঝিয়ে দেয়ার জন্য উপ-পুলিশ কমিশনার (রমনা বিভাগ)-কে আদেশ প্রদান করেন। উপ-পুলিশ কমিশনার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ও সহকারী কমিশনার (ভুমি) এর সহায়তায় গতকাল উক্ত সম্পত্তি দখল মুক্ত করে ও উত্তরা ফাইন্যান্সকে বুঝিয়ে দেয়।