দক্ষিণপন্থী বলসোনারোকে পরাজিত করে ক্ষমতায় ঐতিহাসিক প্রত্যাবর্তন ঘটতে যাচ্ছে ৭৭ বছর বয়স্ক বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভার । নির্বাচনে জয়ী হয়ে লুলা দেশে শান্তি ও ঐক্যের আহ্বান জানিয়েছেন। বিজয় ভাষণে তিনি বলেন “তারা আমাকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করেছিল এবং আমি এখানে আছি,”। লুলা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ব্রাজিলের বিভিন্ন শহরে সাধারণ মানুষকে পথে পথে আনন্দ মিছিল করতে দেখা যায় ।
প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোট গণনায় সাবেক প্রেসিডেন্ট লুলা পেয়েছেন ৫০.৯ শতাংশ ভোট আর প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন প্রেসিডেন্ট বলসোনারো পেয়েছেন ৪৯.১ শতাংশ ভোট। জনমত জরিপ শুরু থেকেই জানাচ্ছিল যে তিনি নির্বাচনে জয়ী হবেন, কিন্তু যখন প্রথম রাউন্ডে তার লিড ভবিষ্যদ্বাণীর চেয়ে অনেক কম ছিল, তখন অনেক ব্রাজিলিয়ান জরিপের সঠিকতা নিয়ে সন্দেহ করতে শুরু করে।
লুলা ছিলেন একজন শ্রমিক। ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি দেশটির রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।২০১৮ সালে তাকে বন্দী করা হয়েছিল কিন্তু দোষী সাব্যস্ত না হয়ায় তিনি বের হয়ে আসেন।