এমন অনেকে আছেন যারা কোন একটা সম্পর্ক দীর্ঘদিন টিকিয়ে রাখতে পারে না।বারে বারে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে।ব্যাপার টা কেন হয়। আমরা এসব মানুষ দের কে নেতিবাচক দৃষ্টিতে দেখি। আসলে কি চলে এইসব মানুষের মনে? আমি আমার স্বল্প বিদ্যা দিয়ে ব্যাপার টা বিশ্লেশন করলাম। অনেক কারন থাকতে পারে। তারমধ্যে একটা হলো নিজেকে একসেপ্ট করতে না পারা। আমরা আসলে প্রচলিত ভাবে নিজের একসেপ্টেম্স খুঁজি অন্য দের কাছে। অন্য দের দাড়ি পাল্লায় নিজেকে প্রতিনিয়ত মেপে ডিসিশন নেই নিজে কে ভালবাসবো কি ভালোবাসবো না,বাসলেও কতটুকু বাসবো। যার ফলে কি হয় নিজের সাথে নিজের ক্লোজনেসটা তৈরি হয় না,নিজে রা নিজেদের চিনতে পারি না।
নিজেদের চিনতে পারি না দেখে আমরা ভালোবাসার জন্য, ভালো লাগার জন্য অন্য মানুষের কাছে যাই।শুরু তে যে কোন সম্পর্ক সুন্দর থাকে।কারন তখন একে অন্য কে মুগ্ধ করার ব্যাপার থাকে,সম্পর্কে থাকা দুজন মানুষই তখন ভ্যালুড ফিল করে, একসেপ্টেড ফিল করে।সম্পর্ক যখন আরো একটু বেশী সময় পেরোয়,তখন আস্তে আস্তে মানুষ গুলো একে অন্যের কাছে ভালমন্দ নিয়ে হাজির হয়,তাছাড়া তৈরি হয় প্রত্যাশা। তখন সেই মানুষ গুলো যারা অন্য দের কাছে একসেপ্টেন্স খোঁজে সেটা আর সেই সম্পর্ক থেকে পায় না। তার তখন সম্পর্কটাকে আর ভালো লাগে না,কারন ফ্যান্টাসি পর্ব শেষ করে সম্পর্ক তখন বাস্তবতার চাওয়া পাওয়া নিয়ে হাজির হয়।আর তখনই সে মানুষ গুলো আর সেই পুরাতন সম্পর্কে থাকতে চায় না,আবার খুজঁতে শুরু করে নতুন সংগী। আসলে এই জায়গায় মানুষটা প্রচন্ড ভাবে ক্রাইসিস ফিল করে,নিজে কে নিজে ভালোবাসতে না পারার ক্রাইসিস, নিজে কে নিজে একসেপ্ট করতে না পারার ক্রাইসিস। তাছাড়া সম্পর্ক ভেঙে যাওয়ার যে সহজাত কষ্ট সেই কষ্ট মোকাবিলা করার মানসিক শক্তি রও একট অভাব থাকার ফলে সে তার স্বাভাবিক যে খারাপ লাগার ফিলিংস সেটাও এড়িয়ে চলে।কষ্ট খুব তাড়াতাড়ি আরেকজনের সাথে ভাগ করে নেয়ার জন্য ও এরা খুব দ্রুত নতুন সংগী খুঁজে নেয়।তবে দিনশেষে মানুষ টার যখন নিজের সাথে নিজের দেখা হয়,নিজেকে সে একসেপ্ট করতে পারে না।
এসব কিছুই চলে অবচেতন মনে।আমরা শুধু হিমবাহের চূড়াটুকু দেখি। এখন একটা ব্যাপার ভাবি তো। আমরা একটা সম্পর্ক তৈরি করতে কতটা এফোর্ট দেই,অথচ নিজের সাথে নিজে পরিচয়ই করতে চাই না।নিজের শর্ট কামিং গুলো সহ নিজেকেই ভালোবাসি না,অথচ অন্য জনের ভালোবাসা পাওয়ার জন্য আমাদের কত চেষ্টা! যদি আমরা নিজেদেরকে নিজেদের লিমিটেশন নিয়ে মানতে পারতাম,তাহলে কিন্তু অন্য দের কেও তাদের লিমিটেশন নিয়ে গ্রহন করতে পারতাম এবং সেক্ষেত্রে আমি আমার সংগী কে তার ভালো মন্দ নিয়েই গ্রহণ করতে পারতাম।নতুন সম্পর্কের জন্য পুরাতন সম্পর্ক থেকে বের হয়ে আসতাম না।আবার আমরা যদি দুঃখ কষ্ট সহ নেগেটিভ ফিলিং গুলোর রেসপনসেবলিটি নিজে নিতে পারতাম তাহলেও কিন্তু অন্য দের কে বোঝা আমাদের জন্য সহজ হতো,সম্পর্ক ভাংগতো না।
আসলে যেকোন সম্পর্কে থাকতে হলে সাহস দরকার।ভেংগে ফেলা তো সহজ,গড়ে নেয়াটাও তেমন কঠিন না,তবে সম্পর্ক টিকিয়ে রাখতে হলে সাহসের দরকার।নিজেকে ভালোবাসার শক্তি দরকার।আমি জগতের আর কারো মতো না।আমি আমি।আমার মতো বিশ্বব্রহ্মাণ্ডে কেউ নেই। আমার মতে করে আমাকে কেউ চিনে না।অতএব আমি নিজেই নিজে কে ভালোবাসতে পারি,ভালো রাখতে পারি।নিতে পারি সম্পর্কের দায়িত্ব।
লেখক: মেডিকেল অফিসার, IEDCR