আগামী ২০ নভেম্বর স্বাগতিক কাতার ও ইকুয়েডরের ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে কাতার বিশ্বকাপের। বিশ্বকাপের ২২তম আসর হলেও আরব বিশ্বে এটিই হতে যাচ্ছে প্রথম বিশ্বকাপ এবং কোরিয়া জাপান বিশ্বকাপের পর এশিয়াতে দ্বিতীয় বিশ্বকাপ আসর। এবারের কাতার বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর জন্য প্রাইজমানির পরিমান প্রায় ৩ হাজার কোটি টাকার সমান।
প্রথম রাউন্ড থেকে বিদায় নেয়া ১৬ দলের জন্য থাকছে না কোন প্রাইজমানি । তবে শেষ ১৬ নিশ্চিত করা দলগুলো প্রাইজমানি হিসেবে পাবে প্রায় ৩ হাজার কোটি টাকা। দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয়া ৮ দলের প্রত্যেকে পাবে ১২৪ কোটি ৪৬ লাখ ৪০ হাজার টাকা বা ১১.৭ মিলিয়ন ইউরো। কোয়ার্টার ফাইনাল পর্ব থেকে বিদায় নেয়া চার দলের প্রত্যেকে পাবে ১৬৩ কোটি ৮২ লাখ ৫২ হাজার টাকা প্রায় বা ১৫.৪০ মিলিয়ন ইউরো । তৃতীয় ও চতুর্থ স্থানলাভ করা দলগুলো যথাক্রমে পাবে প্রায় ২৬০ কোটি টাকা ও ২৪০ কোটি টাকা করে। কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৩৮ মিলিয়ন ইউরো যা কি না বাংলাদেশি টাকায় ৪০৪ কোটি ২৪ লক্ষ টাকারও বেশি। আর রানার্স আপ দল পাবে ২৭.২৭ মিলিয়ন ইউরো যা প্রায় ২৯০ কোটি টাকা সমান।