দুই দিন ব্যাপি বিহ্যাভিয়ার থেরাপির উপর কর্মশালা হয়ে গেল সুইড-বাংলাদেশের প্রধান কার্যালয়ে। এতে প্রায় ৪০ জন পিতামাতা, বিশেষ শিক্ষক, থেরাপিস্টরা অংশ গ্রহন করেন। বিগত ৩০ নভেম্বর ও ১লা ডিসেম্বর -২০২২ তে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
বিশেষ শিশু (অটিস্টিক সহ অন্যান্য প্রতিবন্ধীতা) সহ সকল প্রকার শিশুদের জন্য বিহ্যাভিয়ার থেরাপি হলো একটি কার্যকরী চিকিৎসা। কোন প্রকার শাস্তি না দিয়ে , কষ্ট না দিয়ে শিশুদের কাংখিত আচরন যেমন শেখানো যায় এই থেরাপির মাধ্যমে তেমনি অনাকাঙ্খিত আচরন পরিত্যাগ করানোর জন্যও এই থেরাপি বিশেষ কার্যকারী। পুরো পৃথিবীই এই থেরাপি নির্ভর।
কর্মশালাটির ফাসিলিলেটর ছিলেন কাজী মাহমুদর রহমান ( বিহ্যাভিয়ার থেরাপিস্ট, সাইকো থেরাপিস্ট ও বিশেষ শিক্ষক) যিনি ১৯৯৫ সাল থেকে এই থেরাপির সফলভাবে প্রয়োগ ও প্রশিক্ষন প্রদান করে আসছেন।
কর্মশালাটি উদ্বোধন করেন জনাব জওয়াহেরুল ইসলাম মামুন, মেন্টর, সুইড বাংলাদেশ । জনাব মামুন সুইড বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রয়াতঃ সুলতানা সারোয়াত আরা জামান-এর স্বরনে উদ্বোধন বক্তব্য শেষ করেন।
সুইড বাংলাদেশ ক্রমান্বয়ে তার সকল শাখার শিক্ষক-পিতামাদের এই থেরাপির উপর কর্মশালা করার পরিকল্পনা নিয়েছে।