শুক্রবার বিকাল ৪ টায় হাতিরঝিল থানা শাখার উদ্যোগে মগবাজার মোড়ে সিপিবির পথসভা অনুষ্ঠিত হয়। পথসভা থেকে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে, অবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে, জুলাই গণহত্যার বিচার দ্রুততর করার দাবিতে, জুলাই অভ্যুথানে পঙ্গুত্ববরণকারী ব্যাক্তিদের সুচিকিৎসা নিচিতকরার দাবিতে, বিভিন্ন শ্রমিক অঞ্চলে শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেয়ার দাবিতে এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ প্রকাশের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আহ্বান জানানো হয়। পথসভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট আনোয়ারুল হক। এছাড়াও বক্তব্য রাখেন সিপিবি ঢাকা উত্তর জেলা কমিটির সদস্য জহিরুল ইসলাম, শাখা সম্পাদক কল্লোল বনিক, টিউসি নেতা সেকান্দার হায়াৎ। পথসভায় উপস্থিত ছিলেন হাতিরঝিল রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন এর সভাপতি আসাদুজ্জামান, হাতিরঝিল যুব ইউনিয়ন এর সভাপতি তাপস শীল, সাংগঠনিক সম্পাদক বিচিত্র বিশ্বাস প্রমুখ। পথসভায় বক্তারা আরো বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সংস্কারের মাধ্যমে নির্বাচনের একটি রোডম্যাপ যখন অন্তর্বর্তীকালীন সরকারের মূল কাজ তখন ৭২ এর সংবিধান কে বাতিলের দাবি জানোনো অপ্রত্যাশিত।
