দুর্নীতিবাজ, ঋণখেলাপী, অর্থ পাচারকারী ও তাদের সহযোগীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ৫ জুলাই শুক্রবার সকাল ১০:৩০ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, হাতিরঝিল থানা শাখার উদ্যোগে মগবাজার মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রবীণ কমিউনিস্ট নেতা এডভোকেট আনোয়ারুল হক, সভা পরিচালনা করেন কমরেড মৈত্রী ক্যাডেট। আরো বক্তব্য রাখেন শাখা সম্পাদক কল্লোল বনিক, কমরেড ডমিনিক ক্যাডেট, কমরেড বিচিত্র বিশ্বাস, যুব নেতা কমরেড গোপাল চন্দ্র রায়। সমাবেশ থেকে নেতৃবৃন্দ অবিলম্বে দুর্নীতি ও টাকা পাচারের দায়ে অভিযুক্ত ব্যাক্তিদের তালিকা প্রকাশ ও অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। সম্প্রতি বিদ্যুৎ, পানি, রেল ভাড়া সহ নিত্য পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে স্থানীয় পর্যায়ে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়। সম্প্রতি ভারত সফরে প্রধানমন্ত্রীর সকল চুক্তি জনগণের সামনে উন্মুক্ত করার আহ্বানও সমাবেশ থেকে জানানো হয়। একই দাবিতে আগামীতে মধুবাগ মাঠ সংলগ্ন এলাকায় পরবর্তী পথসভার ঘোষণা দেয়া হয়।
সারাদেশ দুর্নীতিবাজ, ঋণখেলাপী, অর্থ পাচারকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মগবাজারে সিপিবির পথসভা
দুর্নীতিবাজ, ঋণখেলাপী, অর্থ পাচারকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মগবাজারে সিপিবির পথসভা
Read also