এ শহরে নিরপরাধী শাস্তি পায়,
আর কত অপরাধী মুক্তি পায়।
কে নিবে এসব হিসাবের দায়,
একজনের ভুলের জন্য,
অপর জনের জীবন যায়।
যার এখন বেচে থাকার কথা,
তার ও যে প্রাণ চলে যায়।
এ শহর ভরা ভুল মানুষে,
মৃত্যু বাড়ে ভুল চিকিৎসায়।
একজনের হক অন্য জন কেড়ে নিয়ে,
বিন্দাস সুন্দর জীবন কাটায়।
কেউ ভেসে যায় সুখের জোয়ারে,
আর কেউ পরে থাকে শুকনো ভাটায়।
কি আছে এই ঢাকা শহরে,
কেন মানুষ আসতে চায়?
পজিশন, টাকার প্রতিযোগিতায়,
সবাই শুধু জিততে চায়।।