বিশ্বকাপ যাত্রার শুরতেই ২-১ গোলের ব্যবধানে সৌদি আরবের কাছে হেরে গেল আর্জেন্টিনা। সাথে সাথে প্রায় আড়াই বছর ধরে টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডএরও ইতি টানল মেসির দল। এর আগে আর্জেন্টিনার সর্বশেষ পরাজয় ছিল ২০১৯ সালের কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে।
কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে গ্রুপ ‘সি’র ম্যাচে আর্জেন্টিনাকে থমকে দিয়েছে সৌদি আরব। লিওনেল মেসির করা গোলে ম্যাচের ১০ মিনিটের মাথায় এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে দ্বিতীয়ার্ধে মাত্র চার মিনিটের মধ্যে দুই গোল করে এগিয়ে যায় সৌদি। সালেহ আল সেহরি সমতায় ফেরায় সৌদিকে আর সালেম আল দাওসারি গোল করে এগিয়ে নেন দলকে। এরপর অনেক চেষ্টা করেও সৌদি আরবের রক্ষণে চির ধরাতে পারেনি মেসিরা। যদিও এই ম্যাচে প্রথম আর্জেন্টাইন ফুটবলার হিসেবে চার ভিন্ন ভিন্ন বিশ্বকাপে গোল করার রেকর্ড গরেছেন মেসি।
প্রথমার্ধে মোট চারবার বল জালে জড়ালেও অফসাইডের কারণে বাতিল হয়ে যায় আর্জেন্টিনার তিনটি গোল। প্রথমার্ধের একমাত্র গোলে এগিয়ে ছিল আর্জেন্টিনা। সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল ওয়াসিস করেছেন দুরদান্ত পাঁচটি সেভ। সি গ্রুপের বাকি দুই দল হল মেক্সিকো ও পোল্যান্ড।